মোঃ রাজু হাওলাদার, খুলনা || খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সফলভাবে ১৫ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টায় আন-নাহল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান, ড. আবুল কালাম আজাদ, শিক্ষকগণ, অভিভাবকরা, এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, যা বাংলায় এবং ইংরেজিতে অনুবাদসহ পরিবেশিত হয়। এরপর শিক্ষার্থীরা আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় নাশিদ, বক্তৃতা এবং অভিনয়ের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে। উপস্থিত সকলেই এই পরিবেশনা থেকে মুগ্ধ হন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, ড. আবুল কালাম আজাদ, আন-নাহল একাডেমির প্রধান, তার বক্তৃতায় একাডেমির লক্ষ্য এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি আন-নাহল একাডেমির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা প্রতিষ্ঠানটির শীর্ষ শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সংমিশ্রণে শিক্ষার্থীদের নতুন দিগন্তের পথে পরিচালিত করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।