পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের পৌরসভার ২নং ওর্য়াড ভোগতী তালিমুল কুরআন কওমি মাদ্রাসা ও মাদ্রাসার সংলগ্ন ঈদগাহ পরিচালনার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর-২৪) বিকেলে ভোগতী তালিমুল কুরআন কওমি মাদ্রাসা ও মাদ্রাসার সংলগ্ন ঈদগাহ ময়দানে মাদ্রাসা ও মাদ্রাসার সংলগ্ন ঈদগাহ পরিচালনার জন্য উপস্হিত সকলের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিন গাজী,সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কেশবপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ এবং মাস্টার আব্দুল আহাদকে কোষাধ্যক্ষ করে ৫৪ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,মাস্টার আব্দুল হামিদ,যুবদল নেতা আব্দুল গফুর,বিএনপি নেতা ওলিয়ার রহমান,মিজানুর রহমান-সহ আরও অনেকে। তালিমুল কুরআন কওমি মাদ্রাসা ও মাদ্রাসার সংলগ্ন ঈদগাহ পরিচালনা কমিটি ও এলাকাবাসী একসাথে উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।