ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনায় ১০টি মামলার আসামি গ্রেফতারকৃত যুবলীগ নেতা রহিম গাজীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। রহিম গাজী দিঘলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
গ্রেপ্তারকৃত রহিম গাজী ফুলতলা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার ৫৬ নং এজাহারভুক্ত আসামি। রহিম গাজীর বাড়ি দিঘলিয়া উপজেলার চন্দনী মহল গ্রামে। পিতার নাম খয়বার গাজী।
ফুলতলা থানা অফিসার ইনচার্জ মোঃ হানিফ জানান,রহিম গাজীর বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। র্যাব-৬ ‘র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার বাতিভিটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। ওইদিন রাতে ফুলতলা থানায় হস্তান্তর করে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে ফুলতলা থানা পুলিশ রহিম গাজীকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।
উল্লেখ,২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি’র তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল দিঘলিয়ায় আগমন উপলক্ষে নগরঘাট ফেরিঘাটে তাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষমান দলীয় নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এবং গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়েরকৃত মামলার এজাহারভূক্ত ৫৩ নং আসামি করা হয় রহিম গাজীকে।যার মামলা নং
১৩। মামলার বাদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল পারভেজ কাকন।
এছাড়াও ২০২২ সালের ২১ অক্টোবর খুলনায় বিএনপি’র বিভাগীয় সমাবেশে ফুলতলা উপজেলার শিকিরহাট থেকে ট্রলারযোগে যাওয়ার পথে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাঁটাবনে দলীয় নেতা-কর্মীদের উপর হামলা এবং ওই হামলায় দলীয় এক কর্মীর মৃত্যুর ঘটনায় ফুলতলা থানায় দায়েতকৃত মামলার এজাহারভুক্ত ৫৬ নং আসামি করা হয় তাকে। মামলা নং ৮। মামলার বাদী জেলা বিএনপি’র তৎকালীন আহবায়ক
কমিটির সদস্য সচিব এস এম মনিরুল হক বাপ্পী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।