পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের “সন্যাসগাছা বাজারে কেশবপুর শাখা, যশোর এর অধীনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর ১৭৭তম উপশাখার শুভ উদ্বোধ করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর-২৪) দুপুরে খুলনার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার সংলগ্ন ব্রীজের অপর পাশে সন্যাসগাছা বাজারের মমতা বস্ত্রালয় এণ্ড শপিং কমপ্লেক্সের সামনে ব্যাংকটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে জনাব আহমেদ আশিক রাজি, এসভিপি ও আঞ্চলিক প্রধান, খুলনা জোন-এর সভাপতিত্বে এবং সন্ন্যাসগাছা উপশাখার ইনচার্জ এনামুল কবীর-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশনের মোঃ আবদুস সালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাকেন, মোঃ শফিকুল ইসলাম, এসভিপি ও হেড অব ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশন। স্থানীয় অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সন্যাসগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মহাদেব পাল, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব। গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জি,এম.আব্দুস সালাম সবুজ, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা
আরো উপস্থিত ছিলেন, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদুর হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার সরদার, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপশাখার অবস্থিত জায়াগার মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার আসাদুজ্জামান, সন্ন্যাসগাছা বাজারের ব্যবসায়ী আশরাফ গাজী, ভক্ত প্রসাদ দে, আলমগীন হোসেন-সহ গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সন্ন্যাসগাছা বাজারে উপশাখা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশনের মোঃ আব্দুস সালাম।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মোঃ নিয়াজুর রহমান, এ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার, কেশবপুর শাখা, যশোর এবং দোয়া ও মোনাজাত করেন- মাওলানা মো: আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক, আশরাফুল উলুম মাদ্রাসা, কেশবপুর, যশোর।
উল্লেখ্য, কেশবপুরের “সন্যাসগাছা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি উপশাখায় প্রথম হিসাব খোলেন, সন্যাসগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মহাদেব পাল। তিনি উপস্থিত সকলকে এই ব্যাংকে হিসাব খোলবার অনুরোধ করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।