ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || বাগেরহাটে ৩২ জন উদ্যোক্তার মাঝে ২২ টি ব্যাংকের পক্ষ থেকে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট চিংড়ি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশ শেষে নারী উদ্যোক্তাদের হাতে এই ঋণের চেক তুলে দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা।
রূপালী ব্যাংক বাগেরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোল্যা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান,রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান,সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুকুমার রায়, জনতা ব্যাংক পি এল সি বাগেরহাট এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম,বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট মুখ্য আঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) দেবদাস সরকার,অগ্রণী ব্যাংক পি এলসি আঞ্চলিক কার্যালয়ের বাগেরহাটের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান বিপুল মণ্ডলসহ বাগেরহাটের বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা এবং অর্ধশতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান,ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও তাদের স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে এবং কোনো রকম সহজ সত্যে ঋণ প্রদান করতে হবে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা হলে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল হবে। এজন্য সকল ব্যাংক কর্তৃপক্ষকে নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার অনুরোধ জানান আয়োজকরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।