নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় শিশু মো.শাহিন ফকির (১০) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের জাহিদুর রহমান মিঠু, শিমুল মল্লিক, সৈয়দ লিটন, সৈয়দ জাহাঙ্গীর ও শামিমা বেগম।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বিষয়টা নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ে ময়লা আবর্জনার গর্ত থেকে একই গ্রামের মো.শওকত ফকিরের ছেলে মো.শাহিন ফকির (১০) এর পচাঁ- গলা লাশ উদ্ধার করা হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর বিকালে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শাহিন। এজাহারে উল্লেখ করা হয়, আসামিদের সাথে শাহিনের পরিবারের দীর্ঘদিন যাবত জমি- জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। তার জেরে শাহিন ফকিরকে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ওই বছরের ১ অক্টোবর লোহাগড়া থানায় ৫ জনকে আসামী করে ও অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা দায়ের করেন নিহত শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির। পরে ২২ নভেম্বর ২০১৫ সালে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।