মোঃ রাজু হাওলাদার, খুলনা || জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পি.পি) হিসাবে নিয়োগ পেয়েছেন এডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার এবং দেওয়ানী আদালতে জেলা জজ কোর্টে সরকারী কৌশুলী (জি.পি) হিসাবে নিয়োগ পেয়েছে ড. মো. জাকির হোসেন।
আইন মন্ত্রণালয়ের গত ১৮ নভেম্বর উপ-সলিসিটর (জিপি-পিপি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন দ্বারা খুলনার বিভিন্ন আদালতে রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করার জন্য মোট ১২৪ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হইয়াছে। এছাড়াও মহানগর দায়রা জজ আদালতের পিপি এড. একেএম শহিদুল আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি এড. হালিমা আক্তার খানম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি এড. কামরুন্নাহার হেনা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পিপি এড.তাসলিমা খাতুন ছন্দা,বিভাগীয় বিশেষ জজ আদালতে পিপি এড. শেখ নুরুল হাসান রুবা, বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল-এ পিপি এড.জিল্লুর রহমান খান, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে পিপি এড.খালিদ হাসান জনি, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পিপি এড. এসএম মাহফুজুর রহমান মফিজ, সাইবার ট্রাইব্যুনাল পিপি এড. চৌধুরী আব্দুস সবুর, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পিপি এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন-গণকে নিয়োগ প্রদান করা হইয়াছে।
উক্ত আদালতসমূহে কর্মরত পূর্বেকার আইন কর্মকর্তাদের উক্ত একই প্রজ্ঞাপনে অব্যাহতি প্রদান পূর্বক অত্র নিয়োগ প্রদান করা হয়। যাহা অনতিবিলম্বে কার্যকরী হইবে।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার ২০০১ সালের ২৪ মার্চ জেলা আইনজীবী সমিতি খুলনা ও ২০০৫ সালে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও ঢাকাস্থ প্রাইম বিশ্ববিদ্যালয় হইতে আইন শাস্ত্রে ডবল এলএলএম ডিগ্রী অর্জন করেন। তিনি দীর্ঘ ২৪ বছর জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে নিয়মিত আইন পেশা পরিচালনা করছেন। দেওয়ানী আদালতে জেলা জজ কোর্টে সরকারী কৌশুলী (জিপি) ড. মো. জাকির হোসেন খুলনা সিটি কলেজের একজন শিক্ষক এবং সাংবাদিকতা পেশার সাথে জড়িত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।