ঝিকরগাছা প্রতিনিধি || ঝিকরগাছা লাউজানি গ্রামের যুব সমাজের উদ্যোগে লাউজানি মহাজির পাড়া কবরস্থানের আগাছা ও জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে এলাকার যুবক মোঃ আরমান হোসেন ও মোঃ জুলু হোসেন এর নেতৃত্বে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী এ কবরস্থানের জঙ্গল পরিস্কার করেন স্থানীয় যুব সমাজ। তাদের সহযোগিতায় ছিলেন জুবায়ের,রাফি, তৈফিক,ইমন,নাইম,নাফি,আশরাফি,সাকিব,সিয়াম,রাব্বি, আজাদ, আলামিন, রায়হান, হাফিজ, হোচেন, সিফাত, ইজাজ, আলী হোসেন, আনছার, আসিফ, আরাফাত ইসানুরসহ প্রমুখ।
পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেওয়া আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত্যুর পর প্রত্যেক মুসলমানকে কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। আর আমাদের শেষ ঠিকানা হলো কবরস্থান। তাই আমরা কবরস্থানে উন্নয়নের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি।
মোঃ হোসেন বলেন, এটাইতো আমাদের শেষ ঠিকানা, আমাদেরই দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাই আমরা প্রতিবছর চেষ্টা করি এলাকার ছোট-বড় ভাই ও সহপাঠীদের নিয়ে বছরে একদিন হলেও কবরস্থান পরিষ্কার করতে।
কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য সার্বিকভাবে দায়িত্বে ছিলেন মোঃ আরমান হোসেন তিনি বলেন, আমরা লোক রেখে পরিষ্কার করতে গেলে অনেক টাকা ব্যয় হবে। তাই নিজেরাই পরিষ্কার করছি। এতে আমাদের মানসিকভাবে শান্তি লাগছে। আজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কাল আমাদের পরবর্তী প্রজন্ম করবে। এ ভালো কাজে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।