পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের সীমান্তবর্তী খুলনার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সকলের নজর কারা হবেন এই ঐতিহ্যবাহী চুকনগর বণিক সমিতির পরিচালক। লড়াই হবে হাড্ডাহাড্ডি। দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন। সভাপতি পদে লড়ছেন তিন জন। কে হবেন আগামী দিনে এই বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্রের অভিভাবক, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে ভোটারদের মধ্যে।
পোস্টার ব্যানারে ছেয়ে গেছে বাণিজ্যিক শহরের বিভিন্ন অলিগলি ও চৌরাস্তার মোড়। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন। প্রার্থীরা বাজার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন কৌশলে ভোটারদের কাছে টানছেন। প্রার্থীদের চোখে যেন ঘুম নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটাদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেছেন তারা। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, চুকনগর বাজার বণিক সমিতির ভোটার রয়েছে এক হাজার ৪৬০ জন। এবারের নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে তিনজন রয়েছেন।
তারা হলেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন (ছাতা), আলহাজ শাহিদুল ইসলাম (মোটর সাইকেল) ও আব্দুস সেলিম মোড়ল (আনারস)। সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, সরদার বিল্লাল হোসেন (টিউবওয়েল), কবির হাসান ডাবলু (বালতি), ফরহাদ হোসেন শেখ (ঘোড়া), এসএম বদরুজ্জামান মুন্না (হারিকেন) ও শেখ মাহামুদুল কালাম (মোরগ)। এছাড়া, সহ-সভাপতি পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে দু’জন, কোষাধ্যক্ষ পদে দু’জন, সাংগাঠনিক সম্পাদক পদে তিনজন, বাজার উন্নয়ন সম্পাদক পদে দু’জন, প্রচার সম্পাদক পদে চারজন, দপ্তর সম্পাদক পদে দু’জন, ক্রীড়া সম্পাদক পদে দু’জন এবং ১১ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দীর্ঘ ১৭ বছর পর শণিবার (২৩ নভেম্বর-২৪) চুকনগর বাজার বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে প্রাণসঞ্চার ঘটেছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর চুকনগর বাজার বণিক সমিতির ১৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীনকে আহ্বায়ক করা হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা নির্বাচন অফিস তফসিল ঘোষনা করেন। হোটেল, রেস্তোরা, চায়ের দোকাননহ বিভিন্ন পট্টিতে একই আলোচনা-কে হচ্ছেন সভাপতি- সাধারণ সম্পাদক।
তবে ভোটাররা বলছেন,তিন জেলার সংযোগস্থলে এই ঐতিহ্যবাহী বাজারে দীর্ঘদিন ধরে উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। চুকনগর বাজার অবকাঠামোগত উন্নয়ন,পানি নিষ্কাশন সমস্যা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা দূরীকরণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই অালোকে ভোটাররা এবার উন্নয়নমূখী, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার চিন্তা ভাবনা করছেন। অধিকাংশ যোগ্য প্রার্থী বিধায় ভোটাররা ধারণা করছেন, নির্বাচনে হবে হাড্ডাহাড্ডি লড়াই। চুকনগর বাজার বণিক সমিতির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন জানান, ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে গনতান্ত্রিক পদ্ধতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, যার সুফল ভোগ করবে বাজারের ব্যবসায়ীরা।
রিটার্নিং অফিসার ও ডুমুরিয়া উপজেলার যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান বলেন,নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন তফসিল অনুযায়ী চুকনগর দিব্য পল্লী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শণিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৪৬০ জন ভোটার তাদের মূল্যবান ভোটাধীকার প্রয়োগ করবেন। সকলের নজর এখন কারা হবেন এই ঐতিহ্যবাহী চুকনগর বণিক সমিতির পরিচালক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।