মোঃ রাজু হাওলাদার, খুলনা || শিল্প নগরী খুলনার ব্যবসায়ী ক্লাসিক বোর্ড সেন্টার এ সন্ত্রাসী কর্তৃক দোকানপাট ভাঙচুর ও লুটপাটকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে খুলনা ফার্ণিচার মালিক সমিতি উদ্যোগে আজ (২৫ নভেম্বর) সোমবার বেলা ১১ টায় খুলনা শিববাড়ি মোড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খুলনার বিভিন্ন অঞ্চলের ফার্নিচার ব্যবসায়ীগণ একত্রিত হয়ে এ মানববন্ধনে বলেন, সন্ত্রাসীদের নামে মামলা দেওয়ায় তারা এখনো প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। মামলা হওয়া সত্বেও এখনো পর্যন্ত একজন ও সন্ত্রাসী গ্রেফতার হয়নি। ভুক্তভোগীদের প্রশ্ন প্রশাসন নিরব কেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে নাম বলতে অনিচ্ছুক ভুক্তভোগী বলেন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমি বাঁচতে চাই আপনারা আমাকে সহযোগিতা করেন আমাকে দেশ থেকে চলে যাওয়ার হুমকি দিচ্ছে আমি প্রশাসনের সহযোগিতা চাই। এ সময় শিববাড়ি মোড়ে বিভিন্ন ফার্নিচার ব্যবসায়ীরা এবং ফার্নিচার সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।