মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || যশোরের শার্শা উপজেলার ইউনিয়ন পর্যায়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন,সামনে বিরাট ক্রান্তিকাল,ঐক্যবদ্ধভাবে এ দেশের ছাত্র জনতা ফ্যাসিবাদকে হটিয়েছে। সেই ঐক্যকে শক্ত হাতে ধরে রাখতে হবে এবং শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, নতুন স্বাধীন গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে হবে।
৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের মানুষ হারানো স্বাধীনতা ফিরে পেয়েছেন। এ দেশের মানুষ আওয়ামী লীগের মত ফ্যাসিবাদ, স্বৈরাচার চায় না। এ দেশে আর যেন কোন স্বৈরাচারের জন্ম না হয়, কোন অশুভ শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। এদেরকে রুখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি সোমবার (২৫) নভেম্বর বিকালে উলাশী ইউনিয়ন বিএনপির উদ্দোগে কন্যাদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তার বক্তব্যে এ কথা বলেন।
উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ও শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু, অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ররিউল হোসেন, ইসমাইল হোসেন শান্তি,রুহুল আমিন,আহসান হাবিব খোকন, জাহাঙ্গীর হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ,আব্দুর রশিদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম খান চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।