ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়িতে আন্দোলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।আজ বেলা ১১ টায় তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা এ কর্মসুচি পালন করে।
এই সময়ে ইসকনের কয়েকজন সদস্য আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের সাথে কথা বলতেন গেলে তারা কথা শুনতে নারাজ হয়। এসময়ে তাদের মধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে ইস্কনের এক সদস্য শিক্ষার্থীর সাথে খারাপ আচরন করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শিববাড়ী থেকে মিছিল অভিমুখে পিকচার প্যালেস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও শিববাড়ী এসে শেষ হয়।
মিছিলের ইসকন বিরোধী,ইসকন নিপাত যাক,আওয়ামী লীগের দালাল ইসকন,ভারত দালাল ভারত যাও বাংলাদেশকে গড়তে দাও’ ইত্যাদি স্লোগান দেন।আন্দোলনে স্থানীয় লোকজনকেও একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে শ্লোগান দিতে দেখা যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।