বাগেরহাট প্রতিনিধি || ফকিরহাটের লখপুর বাসস্ট্যান্ড অবস্থিত এপিসি ওষুধ কোম্পানির পরিত্যাক্ত গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কোম্পানির ব্যবস্থাপনার পরিচালক শেখ তামান্না আলম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তিনি বলেন,ফকিরহাট ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জানালে তারা দ্রুত সময়ের মধ্যে এসে তাদের দুইটি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডাঃ বাহারুল আলম জানান অগ্নিকান্ডে তাদের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ফকিরহাট স্টেশন কর্মকর্তা শাহাব উদ্দিন জানান ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ৩০/৪০ মিনিটের ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।