1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
“খুলনার খবরের” সম্পাদক প্যানেল দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কেশবপুরের বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত সাবেক সংসদ সদস্য (খুলনা-০২) মিজান গ্রেপ্তার মান্দায় অবৈধ জমি দখলদার উচ্ছেদ করণে উপজেলা প্রশাসনের স্পট গণশুনানী অনুষ্ঠিত লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটির গঠন নড়াইলের নলেন গুড়ের সন্দেশ দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও খালিশপুরস্থ আর্যতলা ধর্ম সভা মন্দিরে রকিবুল ইসলাম বকুলের কম্বল বিতরণ কচুয়ায় ০৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন খুলনায় অস্ত্র ও ট্রাকসহ ডাকাত দলের দুই সদস্য আটক – আহত দুই পুলিশ সদস্য দিঘলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের মারামারি সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফ এর সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান বটিয়াঘাটায় সংখ্যালঘুদের জমিতে টিনের বেড়া স্থাপনের অভিযোগ তেরখাদায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প এর আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের উপরে বাঁশ-কাঠের নতুন ব্রীজ তৈরির কাজ প্রায় শেষের পথে মোরেলগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দিঘলিয়ায় জাকারিয়া মাদ্রাসায় খতমে বুখারী ইসলামী মহা সম্মেলন বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ০২’টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২’টি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জাম’সহ আটক -২ নিরালা আবাসিক এলাকার জনকল্যাণ সমিতির নির্বাচন-২০২৫

লোহাগড়ায় চাঞ্চ্যকর মিরান শেখ ও জিয়ারুল শেখ হত্যাকান্ড;মামলা তুলে নিতে বাদীসহ পরিবারকে হত্যার হুমকি

  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ হত্যা মামলার আসামীরা জামিনে ছাড়া পেয়ে মামলার বাদী মো. মুরাদ শেখসহ নিহত দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চর মল্লিকপুর গ্রামে নিহত দুই ভাইয়ের বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাদীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো.মোজাদ্দের শেখ। এ সময় নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে মো. মোজাদ্দের শেখ বলেন, চলতি বছরের ১১ সেপ্টেম্বর সকালে চর মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মাহমুদ আলম খানের নেতৃত্বে ৩৫/৪০ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা, সড়কি, বল্লম, লাঠি সোটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে চর মল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের দুই ছেলে মো.মিরান শেখ(৩৬) ও মো. জিয়ারুল শেখ(৩১) কে কুপিয়ে হত্যা করে।

হত্যাকান্ডের ঘটনায় নিহত মিরান ও জিয়ারুলের বড় ভাই মুরাদ শেখ বাদি হয়ে ১৪ সেপ্টেম্বর ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আসামীদের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৯, তারিখ-১৪/০৯/২০২৪।

মামলা দায়েরের পর পুলিশ ঢাকা ও গাজীপুর এলাকা থেকে জোড়া হত্যা মামলার এজাহার নামীয় আসামী মৃত আলিম শেখের ছেলে মিন্টু শেখ(৫০), পিন্টু শেখ(৪৫) ও শরিফুল শেখকে (৪২) গ্রেফতার করে জেল জাহতে পাঠিয়েছে। এরপর মামলার আসামীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ার জন্য দৌড়-ঝাপ করে ব্যর্থ হয়। পরবর্তীতে এজাহার নামীয় ২৯জন আসামী গত ১৬ নভেম্বর
নড়াইলের নিম্ন আদালতে হাজির হয়। আদালত ২৯ জন আসামীর মধ্যে ৮ জন আসামী যথাক্রমে ঝন্টু শেখ,সোহেল মৃধা,তানভীর মৃধা,মাসুম শেখ,বুলি শেখ,আদর মল্লিক, সাহজাহান মল্লিক,ফারুক মৃধাকে গত ২৫ নভেম্বর তারিখে জামিন মঞ্জুর করেন।

উল্লেখিত ৮জন আসামী জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে আসে এবং গত ২৬ নভেম্বর দিবাগত রাতে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার বাদী মো. মুরাদ শেখ সহ তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। মামলা তুলে না নিলে তোদের দুই ভাইয়ের মতো পরিনতি হবে মর্মে হুমকি ধামকি দেয়। এরপর থেকে জামিনে ছাড়া পাওয়া আসামীরা বাদীর মেজো ভাই ইরান শেখের ছেলে শাকিল শেখকে মোবাইল ফোনে মামলা তুলে নেওয়ার জন্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। এতে করে মামলার বাদীসহ পরিবারের অপর সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দুই ভাই হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির এবং পাশাপাশি জামিনে মুক্ত ৮জন আসামীদের জামিন বাতিল পূর্বক পুনরায় গ্রেফতারের জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো.মফিজুর রহমান কাকা মিয়া,পিকুল শেখ,ইরান শেখ, সান্টু শেখ, ইয়াদুল শেখসহ প্রমূখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।