মোঃ রাজু হাওলাদার, খুলনা || ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী নাটিকা ও পটগান প্রদর্শনী হয়েছে। সকাল ১০টায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোতাহার হোসেন ও উইনরক ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম অফিসার নাজমুন হক। দিনব্যাপী এই প্রদর্শনী সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সময় পাচারের শিকার হওয়া ভিকটিমরা উপভোগ করেন।
আয়োজকরা জানান,মানব পাচার একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হলে প্রত্যেককে সচেতন হতে হবে। কেউ কোন লোভ-লালসা দিলে যাচাই-বাছাই করে এগোতে হবে। তাহলেই কেবল মানব পাচারোধ করা সম্ভব।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।