শেখ বাদশা,বাগেরহাট || লিগাল এইড এর উদ্যেগে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এবং পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাট এর আয়োজনে সরকারি আইন সহায়তা ও বিকল্প বিরোধ নিস্পত্তি কার্যক্রম প্রসারের জন্য ০২ নভেম্বর সোমবার বাগেরহাট সদরের চাপাতলা গুচ্ছগ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন,সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার ইব্রাহীম খলিল মুহিম। উক্ত অনুষ্ঠানেত সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জনাব মাহাবুবুর রহমান লিটন।
এসময়,আরও বক্তব্য দেন,পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি মোল্লা নজরুল ইসলাম ও আইআরভি‘র মাহমুদ হাসান জসিম প্রমুখ।
ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) ও পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির উদ্যগে উঠান বৈঠকে চাপাতলা আদর্শগ্রামের প্রায় শতাধিক বাসিন্দা অংশগ্রহন করেন।
বক্তারা ভূমি,তালাক,যৌতুকসহ বিভিন্ন আইন সম্পর্কে ধারণা দেন। বিরোধ হলেই মামলা না করে,লিগ্যাল এইডের মাধ্যমে মীমাংসার পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। প্রয়োজনে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সকলকে আইনগত সহায়তা গ্রহনের আহবান জানান সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার ইব্রাহীম খলিল মুহিম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।