অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে কালীগঞ্জ বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঁশতলী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শেখ কুতুব উদ্দিন’র সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক শেখ মোঃ তুহিনের সঞ্চালনায় এ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও আলী আকবর সম্রাট।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন বলেন,কোন ধরণের সংঘাত নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তি-সম্প্রীতি গড়ে তুলুন, এ দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সহায়তা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ নির্দেশনা বাস্তবায়নে গত ৫ আগস্টের পর থেকে রামপালের তৃনমুলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছেন। গত আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র গঠন করতে হবে ও বিএনপি গণমানুষের দল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে হবে। সবার স্থান থেকে রাষ্ট্র গঠনে সহায়তা করার অনুরোধ করেন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা নাহিদুল করিম সোহেল,সরদার ফিরোজ,সুজ্জত আলী,আবু দাইয়ান,আঃ রহমান, সৈয়দ ইয়াছিন,মোঃ শারাফাত হোসেন, আঃ হান্নান,তারেক আনাম, শেখ সাইফুল ইসলাম,মোঃ ফরহাদ হোসেন, শেখ মহাসিন, ছাত্রদল নেতা শুভ, মোঃ অন্তর,মোঃ শাহিন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।