মোঃ রাজু হাওলাদার,খুলনা || বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ ও ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষায় প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে (শুক্রবার) ৬ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা প্রশাসক,খুলনা,প্রধান অতিথি থাকেন মুহাম্মদ আবদুল্লাহ ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট,বিশেষ অতিথি এহতেশামুল হক শাওন সহকারী মহাসচিব,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মোঃ আনিসুজ্জামান সভাপতি,মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা জনাব রফিউল ইসলাম টুটুল সদস্য সচিব,খুলনা প্রেস ক্লাব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামী ১৫ ডিসেম্বর ২৪ এর মধ্যে প্রবীণ সাংবাদিকদের মাসিক সম্মাননা ভাতা এবং সাংবাদিকদের সন্তানদের বৃত্তি সম্মাননার আবেদন স্বচ্ছতার সহিত করতে হবে। তিনি আরও বলেন বাংলাদেশের সকল সাংবাদিকদের একই মাপকাঠি তে অগ্রধিকার দেওয়া হবে কাউকে কম বা কাউকে বেশি বৈষম্য করা হবে না।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা যে সকল সাংবাদিক পাওয়ার যোগ্য তাদেরকে তদন্ত স্বরূপ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সম্মাননা প্রদান করা হইবে। এবং সাংবাদিকদের একটা জীবনবীমা করার পরিকল্পনা ও বিভিন্ন প্রকার পেনশন ভাতা সম্মাননার পরিকল্পনার কথা তিনি আলোচনা করেন। আলোচনা শেষে খুলনা,বাগেরহাট, সাতক্ষীরার প্রবীণ সাংবাদিকদের সর্বমোট ৮ লক্ষ টাকা চেক প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। উক্ত মতবিনিময় সভায় অন্যান্য পত্রিকার সম্পাদক, টেলিভিশনের প্রতিনিধি এবং ফটোসাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।