ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই শ্লোগান সামনে রেখে খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
আজ ৯ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচি উদ্বোধন করা হয়। খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার দিবসের উদ্বোধন করেন।
পরে সেখানে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. তবিবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, উপ-পরিচালক আবদুল ওয়াদুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মনি মোহন সাহা।
খুলনার খবর।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।