অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি ||
“দুর্নীতির বিরুদ্বে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন খুলনা-বাগেরহাট মহাসড়কে এসে মানববন্ধনে মিলিত হয়। অনুষ্ঠান সমূহে বাগেরহাটের সকল সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ. সাংবাদিকবৃন্দ, দুপ্রক বাগেরহাটের সদস্যবৃন্দ, সনাক, ইয়েস, এসিজি, ডিপিএফ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
এ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা: মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এবং সহকারি পরিচালক মো: সাইদুর রহমান এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. ফখরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, দুদক, দুপ্রক, বাগেরহাটের সাধারণ সম্পাদক সেখ সাকির হোসেন, সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, সনাক সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু, বাগেরগাট প্রেস ক্লাবের সভাপতি মো: কারুজ্জামান, ডিপিএফ’র সম্পাদক আব্দুস সালাম সেখ, অধ্যক্ষ আছিফউদ্দিন রাখি,গোপীনাথ সাহা, অধ্যক্ষ ঝিমি মন্ডল প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এর উদ্যোগে একটি দুর্নীতিবিরোধী বাই-সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, দুর্নীতি শুধু দেশ ও মানুষের ক্ষতি করে না। যে দুর্নীতি করে সেও পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হয়। সুশাসন ও জাতীয় আগ্রগতির সার্থে দুর্ণীতি দমন করা খুবই জরুরী। এজন্য সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। তারুণ্যকে প্রধান্য দেওয়া জরুরী। দুর্জয় তারুণ্য পারে দুর্ণীতি রুখতে। শুধু সরকারি কর্মকর্তারাই যে দূর্নীতি করে তা নয়, বর্তমানে ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেনিপেশার কিছু মানুষ দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছেন। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনাতা গড়ে তুলতে হবে।’ মানবিক ও নৈতিকতার জায়গা থেকেও দুর্নীতি থেকে দূরে থাকার আহবান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।