নিজস্ব প্রতিবেদক, রামপাল, বাগেরহাট || বাগেরহাটের রামপালে সন্ত্রাসী, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘির পাড় শহীদ মিনার চত্বরে হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি তার বক্তব্যে বলেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমাদের নেতার দেওয়া এ ৩১ দফা। তিনি আরো বলেন, এই অঞ্চলে সন্ত্রাসী জনপদ কায়েম করেছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক । অন্যদিকে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, ভাইপো তম্ময় রাষ্ট্র ক্ষমতাকে ব্যাবহার করে লুটপাট করেছে। বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতে দিতো না খালেক।
কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক এ অঞ্চলের মানুষকে আশ্বাস দিয়ে বলেন,আমরা ক্ষমতায় আসলে মোংলা বন্দরকে সচল, ইপিজেডকে আরো গতিশীল করা হবে। এ এলাকার ফসল রক্ষায় ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে। এ এলাকায় সকল মানুষ নির্যাতিত হয়েছেন। দখলবাজ, চাঁদাবাজ প্রতিহত করা হবে। হিন্দুদের কেউ কোন ক্ষতি করলে তাদের এ এলাকায় থাকতে দেয়া হবে না। ন্যায় বিচার নিশ্চিতে, বৈশম্য মুক্ত সমাজ ব্যাবস্থা গড়ে তোলা হবে, মাদক নির্মুল করা হবে। তারেক রহমান জনগনের কল্যাণে কল্যাণমুলক রাষ্ট্র গঠনে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সবার পছন্দের প্রার্থীদের নেতা নির্বাচন করতে হবে। এ জন্যে সকলকে সাথে নিয়ে কাজ করবে বিএনপি। সবার মতামত নিয়ে ওয়ার্ড থেকে শুরু করে জেলার নেতা নির্বাচন করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শোষনমুক্ত ও স্বনির্ভর দেশ গঠন করা হবে। হুড়কার জনসভায় বক্তৃতা কালে কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ সব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য দেন,উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন,সহ অধ্যাপক মুক্তাদির হোসেন, সহ অধ্যাপক স. ম গণি, সহ অধ্যাপক মনিরুজ্জামান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, আবিদ মল্লিক,শেখ আ. মজিদ, হাওলাদার রফিকুল ইসলাম, হাওলাদার আল আমিন, প্রদীপ রায় প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।