নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে ১৬ দলীয় “কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট”র চুড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম টিংকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল পিপিলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী শওকত আলী, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বদরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির সভাপতি জহির ফকির, এনপিপি নেতা মোল্যা বদিয়ার রহমানসহ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ” এ দেশের সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা মানুষ। মানুষজন এদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। মানুষজন তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। অন্তর্বর্তীকালীন
সরকারের নিকট তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।
পরে অতিথিবৃন্দ নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে ১৬ দলীয় কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলার শুভ উদ্বোধন করেন। এ সময় হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।