খুলনার খবর || “দেখা হয় নাই চক্ষু মেলিয়া,ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু”। রবীন্দ্রনাথের এই কবিতার মত অনেকেই বাইরের দেশে ঘুরতে যান অথচ নিজের দেশের রুপ সৌন্দর্য দেখেন না। কিন্তু মাতৃভূমির রুপ সৌন্দর্য ঠিকই অবলোকন করেছেন যশোরের অভয়নগরের মিনহাজুল ইসলাম ইমন।
ভ্রমণের নেশা তার অনেক আগে থেকে। ঘুরেছেন দেশের বিভিন্ন জেলের বিভিন্ন দর্শনীয় স্থান। ভ্রমণ পিপাসু মিনহাজুল ইসলাম ইমন যখনই সুযোগ পান তখনই তিনি ভ্রমণে বেরিয়ে পড়েন। কখনো বা সমুদ্রবিলাস,কখনো চন্দ্র বিলাস বা কখনো বৃষ্টি বিলাশ কোন কিছুই বাদ রাখেনি এই ২৪ বছরের টগবগে যবুক। এবার একটু তার ভ্রমণের ভিন্ন স্বাদ,চ্যালেন্জ ও স্বপ্ন জাগে টেকনাফ টু তেতুলিয়া ভ্রমণের।গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয় যাত্রা করে ৮ ডিসেম্বর থেকে বিরতিহীনভাবে রাইড করে ছুয়ে দেখেছেন এই ভ্রমণের স্বাদ ও সম্ভব করেছেন অসাধ্য।
টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব ৯২০ কিলোমিটার হলেও ইমনের জন্য ছিলো আরও বাড়তি কষ্টের। যশোরের অভয় নগর সিদ্ধিপাশা থেকে মূলত তার সফর শুরু হওয়ায় তাকে ঘুরতে হয়েছে ২৪১৪ কিলোমিটার।
কেন তার এই দেশভ্রমণ? মিনহাজুল ইসলাম ইমন জানান, ‘জীবনের তাগিদে,সময়ের প্রয়োজনে,মানুষের ভালোবাসার খোঁজে,লক্ষ্য অর্জনের জন্য আর ভ্রমণের মাঝে জীবনের সংজ্ঞা খুঁজে পাওয়া যায় বলেই এই দেশভ্রমণ।’
এই ভিন্ন স্বাদের ভ্রমণ নিয়ে মিনহাজুল ইসলাম ইমনের কাছে জানতে চাইলে তিনি বলেন,মানুষের বড় হওয়ার নেশা থাকে, টাকার নেশা বা নানা নেশা থাকে আমার বরাবরের মতই ভ্রমণের নেশা। আমার কোন উচ্চা আশা নেই,নেই বদ অভ্যাশ,আছে তীব্র ভ্রমণের নেশা। যখনই সুযোগ পেয়েছি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। এবার একটু মনে হলো চ্যালেন্জিং ও অসাধ্য একটানা টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে দেখবো। তিনি আরো, বলেন চির সবুজের বাংলাদেশ রুপে, গুনে ও সৌন্দর্যে অতুলনীয় যারা দেশের বাইরে ভ্রমণ করতে যান আমি বলবো আপনারা প্রথমে দেশের ভেতর ভ্রমণ করুন তাহলেই জানতে পারবেন,বুঝতে পারবেন,চিনতে পারবেন সবুজের সমরাহে আবৃত্ত আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।