1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গাজায় যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে হামলা ও ভারতের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে নগরীতে ইসলামী ছাত্রশিবিরের  বিক্ষোভ ও মানববন্ধন দিঘলিয়ায় ৬ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি মিল্টন সাধারণ সম্পাদক রাজু কেশবপুরে আগরহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ফকিরহাটে টাকার লোভ দেখিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা, ৫০ বছরের এক মুরব্বি আটক কেশবপুরে যৌথ বাহিনীর সহযোগিতায় খ্রিষ্ঠান মিশনের আরো তিন ছাত্রী উদ্ধার রুপপুরে এখনো বহাল তবিয়তে ফ্যাসিস্টের সহযোগী চন্দ্রিমা উদ্যান’ এর পরিবর্তীত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হইল যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩,আহত ২ শ্যামনগরে বিশেষ অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা গ্রেফতার নারায়ণগঞ্জ মাদকদ্রব্য অভিযানে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেটের টিম অব্যাহত রেখেছে কয়রায় সুন্দরবন সুরক্ষায়  শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা বিভাজিত থাকলে প্রিয় মাতৃভূমিকে উন্নত দেশে রূপান্তর সম্ভব হবে না খুলনায় গণ অধিকার পরিষদের দখল করে বানানো কার্যালয় উচ্ছেদ করল ‘ছাত্র-জনতা’ খুলনার পিকচার প্যালেস মার্কেটে অগ্নিকাণ্ড খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য বিতরণ খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন বীর যোদ্ধাদের সম্মানে জেডআরএফ’র উদ্যোগে দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ যুবদল ও সকল অঙ্গসহযোগী সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল বটিয়াঘাটায় কৃষক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে সহযোগী ভাইদেরকে ময়দানে ছড়িয়ে পড়তে হবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার, খুলনা || বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,কুরআনের সাথে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে। কেয়ামতের কঠিন দিনে এই কুরআনই সুপারিশকারী হবে। ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য হিসেবে কুরআনের চর্চা কতখানি করতে পারছি তা অনুধাবন করতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত ও রাসুল (সা.) আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মক্কায় ১৩ বছর মানুষের মাঝে আল্লাহ রাসুল (সা.) ইকামাতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ফলে অতি অল্প সময়ে মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

তিনি বলেন, আগামী দিনের ইসলামী বিপ্লব সাধনে খুলনায় হবে মূল বাতিঘর। জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে। অসহায় মানুষকে আর্থিকভাবে উন্নয়ন করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে। জামায়াতে ইসলামী এদেশের মানুষকে আধিপত্যবাদ মুক্ত একটি উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দিবে ইনশাআল্লাহ। রোববার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪ নং মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ইউনিয়ন সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

মাগুরখালী ইউনিয়ন সভাপতি মাওলানা শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সোহরাব হোসেনের পরিচালনায়
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর – মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসাইন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ ও মাওলানা ফরহাদ আল মাহমুদ, উপজেলা সনাতনী সভাপতি কৃষ্ণ নন্দী ও সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সনাতনী ধর্মালম্বী মাগুরখালী ইউনিয়ন সভাপতি প্রদীপ কুমার,মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম,ডা. হরিদাস মন্ডল, মাস্টার গৌতম মন্ডল,মাওলানা মোসলেম উদ্দিন, অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার,ছাত্রশিবির নেতা আবু তাহের, শামিদুল হাসান লিমন,স্বদেশ হালদার,বাবুল আক্তার, ইউপি সদস্য বিবেকানন্দ মহাদেব,বিকাশ চন্দ্র সরদার প্র্মূখ।

প্রধান অতিথি আরও বলেন,কুরআনের সবগুলো বিধানই সমাজে কায়েম করা ফরজ। কোনো একটি বিধান অস্বীকার করলে কাফির বলে গণ্য হবেন। অথচ আমাদের দেশে কুরআনের বিধান চালু নেই। এজন্য নাগরিকগণ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কুরআনের বিধান চালু হলে মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাবে। মানুষের অধিকার নিশ্চিত করতে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমাদেরকে শপথ নিতে হবে এ পথে হয়তো আমরা বিজয়ী হবো নতুবা আমাদের জীবন চলে যাবে তবুও এ থেকে আমরা বিচ্যূত হবো না। মানুষের ঘরে ঘরে আল্লাহ দ্বীনের দাওয়াত ও জামায়াতের আহবান পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামীর জনশক্তিদের নিজেদের পরিবার, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে।
তিনি আরও বলেন, মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে ওয়াদা করেই এসেছি নিশ্চয়ই আল্লাহই আমাদের রব। তিনি আমাদের হুকুমদাতা, তিনি আমাদের বিধান দাতা, রিজিকদাতা সবকিছু, এটা স্বীকার করেই আমরা দুনিয়ায় এসেছি।

সুতরাং সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা মেনে নেওয়ার সাথে সাথে তা বাস্তবায়নে আমাদেরকে ভূমিকা রাখার চেষ্টা অব্যাহত রাখতে হবে। পৃথিবীর কোনো ঘরই আমাদের জন্য স্থায়ী নয়। অতএব আখেরাতের স্থায়ী ঘর নির্মাণের জন্য আমাদেরকে ব্যাকুল থাকতে হবে। পবিত্র কুরআনের সূরা আল কাসাসে বর্ণিত নির্দেশনার আলোকে জামায়াতের সহযোগিদের মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে। আসুন দুনিয়ার অশান্তি থেকে বাঁচতে, আখেরাতের ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্য কালিমার বিধানের আলোকে আমাদের জীবন পরিচালনা করি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।