ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি || মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার ডাকবাংলা মোড় থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে উপজেলা উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজয় র্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামির ফকিরহাট উপজেলা আমির মাওলানা এ,বি,এম তৈয়াবুর রহমান। উপজেলা সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম। উপজেলা সহকারি সেক্রেটারি সুমন হোসেন। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান। অধ্যাপক মুফাজ্জল হায়দার, আবু আইউব আনছারী, দেলোয়ার খান লাবিব সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৫ বছর পর বাধাহীনভাবে বিজয় র্যালি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন জামায়াতের নেতাকর্মীরা। তারা বলেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের বিজয় র্যালি পর্যন্ত করতে দেয়নি। তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। বিরোধী মত দমন করতে আগ্রাসী মনোভাব ছিল। এবার বাধাহীনভাবে বিজয়ী করতে পেরে আমরা আনন্দিত বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামির নেতাকর্মীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।