পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || “লাল সবুজের বাংলাদেশে, শিশুর জীবন উঠুক হেসে” এই শ্লোগানকে সামমে রেখে যশোরের কেশবপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আয়োজনে ছবি আঁকা,মুক্তিযুদ্ধের গল্প শোনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর-২৪) নানা আয়োজনে মধ্য দিয়ে সংগঠনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাস বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, শিশুদের ছবি আঁকা, একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের গল্প শোনা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে সকাল ১১ টায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলানা বিভাগীয় সমন্বয়কারী এবং কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই-এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম রবিউল আলম-এর সঞ্চালনায় আলোচনা করেন,সাপ্তাহিক দেশজনতার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুহুল আমীন খান,কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,অবসরপ্রাপ্ত শিক্ষক কনক দে,কেশবপুর উদীচী সভাপতি অনুপম মোদক, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক মানব মন্ডল,দপ্তর সম্পাদক সোহেল পারভেজ,সাংবাদিক রনি,শিশুদের মধ্যে রোহিত কুন্ডু,রায়হানা আলম,বিশেষ চাহিদা সম্পান্ন শিশু উইলিয়াম বেপারী প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।