ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || দীর্ঘ ১৬ বছর পর রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি রেজিঃ নং-খুলনা-৪৩৭ গতকাল বেলা ১২টায় সংগঠনের নিজেস্ব কার্যালয়ে রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি-২০২৪ এর চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান,সদস্য শাহ জিয়াউর রহমান ও সচিব উজ্জল কুমার সাহার উপস্থিততে রুপসা-বাগেরহাট বাস,মিনিবাস ও কোচ মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে।
গতকাল বুধবার দুপুরে রূপসা বাসস্ট্যান্ডস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন নির্বাচন কমিশনার শাহ মোঃ জিয়াউর রহমান স্বাধীন।জেডিএলভুক্ত ১২টি ও লাইন সম্পাদক ৫টিসহ মোট ১৭টি পদের নির্বাচনে ৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন সভাপতি মোল্লা আনোয়ারুল ইসলাম, নির্বাহী সভাপতি মোল্লা সাইফুর রহমান, কার্যকরী সভাপতি এস এম মোর্শেদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম তারেক। বাকি ১১টি পদের প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করবেন।
প্রার্থীরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন যথাক্রমে মোঃ নাসির শেখ-প্রতীক হরিণ, বিকাশ মিত্র- প্রতীক মোটরসাইকেল, সহ-সভাপতি ৩ জন যথাক্রমে, খান কামরুজ্জামান- প্রতীক মোরগ, মোঃ মিঠু মোল্লা- প্রতীক আনারস, মোঃ রেজাউল মোল্লা-প্রতীক মাছ। সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন যথাক্রমে মোঃ সোহেল-প্রতীক ঠেলাগাড়ি, মোঃ শুকুর আলী-প্রতীক উড়োজাহাজ। উপ-সম্পাদক পদে ৩ জন যথাক্রমে, আবুল কালাম ভূঁইয়া-প্রতীক টিউবওয়েল, মোঃ রেজাউল করিম-প্রতীক দোয়াত-কলম, সরদার মনিরুল ইসলাম- প্রতীক সিলিং ফ্যান। কোষাধ্যক্ষ পদে ২ জন যথাক্রমে তায়েফ উদ্দিন শেখ দারা-প্রতীক কাপ-পিরিচ, কবির উদ্দিন-প্রতীক বৈদ্যুতিক বাল্ব। দপ্তর সম্পাদক প্রার্থী ২ জন যথাক্রমে আব্দুল রহমান শেখ-প্রতীক তালা-চাবি, মোঃ তৌহিদ উদ্দিন শেখ-প্রতীক-মই। লাইন সম্পাদক পদপ্রার্থী ৮ জন যথাক্রমে মোঃ আজিজুল শেখ-টেবিল, আশরাফুজ্জামান শাহীন-প্রতীক- হাঁস, গহর আলি- প্রতীক ক্রিকেট ব্যাট, জান্নাতুন নাঈম- প্রতীক ফুটবল, হাওলাদার জাহিদ হোসেন-প্রতীক-বালতি, শাকিল চৌধুরী প্রতীক- রেডিও, সেলিম মুন্সি-প্রতীক- মাইক ও শওকত আলী খান প্রতীক ঘুড়ি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।