ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি দুটি পিস্তল, দুটি ম্যাগজিন ও গুলিসহ চার সন্ত্রাসী আটক হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আটককৃতদের অস্ত্র মামলায় আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম।
আটককৃতরা হলো,নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার মতিয়ার রহমান (৫৫),ধোপাদী গ্রামের উত্তর গাজীপাড়ার ফিরোজ আহমেদ (২৬),নওয়াপাড়া গ্রামের তরিকুল শেখ (৩০) ও মডেল কলেজ এলাকার মিজানুর রহমান (২৫)।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপজেলার নওয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় চিহ্নিত সন্ত্রাসী মতিয়ার রহমান,ফিরোজ আহমেদ,তরিকুল শেখ ও মিজানুর রহমানকে আটক করা হয়। আটক ৪ জনের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৬টি মোবাইল ফোন। এ ব্যাপারে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।