ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || নগরীর জাতিসংঘ পার্কে পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া বইমেলা ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন লেখক, গবেষক ও এ্যাক্টিভিস্ট যাকারিয়া মাসুদ। কাজী ইউসুফের পরিচালনায় উদ্বোধনী বক্তৃতা করেন কামরুল ইসলাম। অতিথি ছিলেন মাদানী নগর মাদ্রাসা খুলনা’র মুহাদ্দিস মাওলানা মুজাফফার হুসাইন, জামিআ ইসলামিয়া মারকাযুল উলুম খুলনার নায়েবে মুহতামীম মুফতি আব্দুলাহ ইয়াইয়া,জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম খুলনার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাসেমী,জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম খুলনা সিনিয়র মুহাদ্দিস হুমায়ূন কবির, তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদ্রাসা খুলনার অধ্যক্ষ নাজমুস সৌদ ও খাদেমুল ইসলাম মাদ্রাসা খুলনা সিনিয়র মুহাদ্দিস মুফতী সাঈদ হুসাইন।
আদ-দ্বীন শপ খুলনা’র আয়োজনে ও বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতির সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৩৬টি স্টল বসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।