ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || প্রায় এক যুগ পরে পাঠকের হাতে দৈনিক আমার দেশ পত্রিকা। আওয়ামী সরকার ১০ দিনের নাম করে পত্রিকাটিকে ক্ষমতার শেষদিন পর্যন্ত বন্ধ রাখে। র্দীঘ ১২ বছর পর আমার দেশ হাতে পেয়ে উচ্ছ্বসিত পাঠক। দেশ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পত্রিকাটি প্রত্যাশা উপদেষ্টাদের।
গভীর রাতে প্রেসের শব্দে দেশের গণমাধ্যমে এসেছে স্বাধীনতার নব আওয়াজ।দীর্ঘ দেড় দশক পরে নতুনভাবে আবারও যাত্রা শুরু করেছে দৈনিক আমার দেশ পত্রিকা।
পূর্ব ঘোষণা আনুযায়ী পত্রিকাটি বাজারে আসার অপেক্ষায় ছিলেন পাঠকরা। হাতে পেতে তারা ছুটে যান পত্রিকা স্টলে। সত্য সংবাদ প্রকাশে আমার দেশ পূর্বের মতো ভূমিকা রাখবে এমন আশাবাদ তাদের। চাহিদা অনুযায়ী সরবরাহ করার অনুরোধ বিক্রেতাদের।
এদিকে, পত্রিকা প্রকাশ হবার পর আমার দেশ কার্যালয়ে ভিড় বাড়ে শুভানুধ্যায়ীদের। সেখানে উদ্বোধন হয় পত্রিকাটির আনলাইনের। শুভ কামনা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।আগের মত আবারও ব্যতিক্রমী সব সংবাদ থাকবে বলে আশা রিপোর্টারদের।
জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মত প্রকাশে সরব হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের।
২০০৪ সালে বাজারে আসে ‘আমার দেশ’। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি। ২০১৩ সালের ১১ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় আমার দেশর প্রকাশনা। ক্ষমতার পালাবদলের দেড় মাস পরে সাড়ে ৫ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান দেশে ফেরেন। তার নেতৃত্বে কারওয়ান বাজারের নতুন কার্যালয় থেকে পুনরায় আবার প্রকাশ পাচ্ছে আমার দেশ পত্রিকা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।