ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ছোটভাই ও হত্যা, দস্যুতাসহ ডজনখানেক মামলার পলাতক আসামি শাহারিয়ার ইসলাম রকিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে তাকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রকি ৮/১ ওয়েস্ট সার্কুলার রোড় মহিরবাড়ি খালপাড় এলাকার জনৈক মো: শাহাজাহান ওরফে শানু মোহরীর ছেলে।
রকিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার অফিসার্স ইনচার্জ মো: মুনীর উল গিয়াস বলেন, রকি একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। তার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, দস্যুতা ও মাদক মামলা অন্যতম।
খুলনা থানার ৫ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের সকল অস্ত্রের দেখাশোনা ও মাদক বিকিকিনি ও বিভিন্ন হত্যাকান্ডে অংশগ্রহণ করত। রোববার গভীর রাতে সে মহিরবাড়ি খালপাড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময়ে তার সাথে আরও সন্ত্রাসী ছিল। পুলিশের উপিস্থতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশের হাতে গ্রেফতার হয় রকি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পূর্ব পার্শ্বে ক্যালোরিন ফুড কর্ণারে সামনে রনি সর্দার(২৫) এবং দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড বায়তুল মামুর মহল্লায় পলাশ হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি রকি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।