আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি || সাতক্ষীরার শ্যামনগরে এক বাড়ির ফ্রিজ থেকে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বুড়িগোয়ালিনী স্টেশন বন বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে ইয়াছিন আলীর বাড়ি থেকে এসব মাংস উদ্ধার করেন।
বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিজির ৮ জন সদস্য নিয়ে ইয়াছিন আলীর বাড়িতে অভিযান চালানো হয় এবং ফ্রিজে রক্ষিত সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার হয়েছে। তবে, এসময় ওই বাড়িতে কেউ ছিল না।
তিনি আরো জানান, হরিণের মাংস উদ্ধারের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে ওই গৃহকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।