নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিএনপি নেতা এ্যাডভোকেট কামরুজ্জামান কচি।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে লোহাগড়া উপজেলা বিএনপির (সভাপতির) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কমিশনার মিলু শরিফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার তাইবুল হাসানসহ লোহাগড়া উপজেলা ও নড়াইল জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।