তেরখাদা প্রতিনিধি || ২৬ শে ডিসেম্বর ~২০২৪ ইংরেজি বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবঃ ডিআইজি মোঃ ওয়ালিয়ার রহমান,নৌবাহিনীর লেঃ কমান্ডার কাজী রিফাত যোবায়ের, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুর কবির,খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ , বিপিএএ ,সহকারী কমিশনার মিজ্ আঁখি শেখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ তায়জুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু,উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী , সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন,প্রধান শিক্ষক মাওলানা শারাফাত হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ জনসাধারণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।