মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি || “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এ প্রতিপাদ্য সামনে নিয়ে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর নূরু মেম্বরের বাড়ী সংলগ্ন মাঠে ৮দলীয় নক আউট নাইট শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টায় গদাইপুর পূর্বপাড়া যুব সংঘের আয়োজনে বিশিষ্ট তরুণ সমাজ সেবক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮দলীয় নক আউট নাইট শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পাইকগাছা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রনেতা মোঃ জুবায়ের হুসাইন বাবু, গদাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শামীম সরদার, গদাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আল-আমিন মোড়ল, উপজেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদার, ইউপি সদস্য জাহানারা বেগম, উপজেলা নার্সারি সমিতির সহ-সভাপতি মোঃ আছাদুল ইসলাম, পল্লী চিকিৎসক বেল্লাল হোসেন, বিশিষ্ট নার্সারি ব্যাবসায়ী মোঃ আফসার গাজী।
গদাইপুর পৃর্বপাড়া যুব সংঘের মোঃ ইনজামুল ইসলাম ও সোহাগ সরদারের পরিচালনায় এ সময় আরোও উপস্থিত ছিলেন কাজী সিফাত উল্লাহ, যুবনেতা আসলাম পারভেজ, গাজী কামাল, কাজী শুভ, শাহিনুর মোড়ল, আব্দুল হালিম,গদাইপুর পৃর্বপাড়া যুব সংঘের সোহান সরদার শুভ সরদার, আরিফুল ইসলাম,আল সুলাইমি,ইমন খাঁ,রহিম সর্দার পলাশ সরদার,সহ কমিটির অনন্য সদস্যবৃন্দ।
উক্ত উদ্ধোধন অনুষ্ঠানের প্রধান মাসুদ পারভেজ বলেন, ক্রীড়াপ্রেমীরা কখনও মাদকাসক্ত হতে পারে না। যুব সমাজকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। নিয়মিত খেলাধুলায় যুব সমাজ কে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তরুন প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করার আহবান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।