ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || নতুনভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি। বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে সভাপতি, গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চলের মোসলেহ উদ্দিন তুহিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে এ কমিটি নির্বাচিত হয়। খুলনা বিভারভিউ পার্কে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বাবায়ক কৌশিক দে। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নিজস্ব প্রতিবেদক শামসুদ্দীন দোহা , সিডব্লিউএফ’র পরিচালক মোহাম্মদ নাসিমুল হক, ছিন্নমূল’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন ।
১৫ সদস্যের কমিটির অপর নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এস্এ টিভির রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক মাইটিভির শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম , প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান , দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমান। অপর এক সদস্যকে পরবর্তী মিটিংয়ে কো-অপট করা হবে।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের আহবায়ক ও সদস্য সচিবসহ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্রও অনুমোদন করা হয়।
সাংবাদিকদের সুরক্ষারসহ বিভিন্ন সাহায্য, সহযোগিতা ও এডভোকেসির মাধ্যমে সচেতন করার লক্ষ্যে সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এর সহযোগিতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি নামক সংগঠ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।