নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ও উপহার স্বরূপ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ডিসেম্বর) সকালে উপজেলার রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক কমিশনার, দুর্নীতি দমন কমিশন ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এ এফ এম আমিনুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ শ. ম আনোয়ারুজ্জামান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ
উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।