পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে দু’টি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে।কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের ঐতিহ্যবাহী শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ ডিসেম্বর-২৪) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে ওই ফলাফল ঘোষনা করা হয়েছে। শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকার। বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আলী মোড়ল-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এনামুল কবির-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক নিছার আলী সরদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি ডাঃ জুলফিকার আলী, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউছুপ আলী। উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, মোক্তার আলী, নূর আলী মোড়ল রফিকুল ইসলাম প্রমূখ। বিদ্যালয়ে ৪র্থ শ্রেণী থেকে সকাল ঘোষ ৭২৯ নম্বর পেয়ে স্কুল ফাস্ট হয়েছে। সে বিদ্যানন্দকাটি গ্রামের আদিত্য ঘোষের ছেলে। সকলের কাছে আশির্বাদ প্রার্থনা করেছে সে।
৩য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীতে উত্তীর্ণ ৭০৩ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে শিশির দাস। দ্বিতীয় রুকাইয়া খাতুন ৬৯৮ ও তৃতীয় হয়েছে জান্নাতুল মাওয়া ৬৯০। ৪র্থ শ্রেণী থেকে ৫ ম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম ও স্কুল ফাস্ট হয়েছে সকাল ঘোষ ৭২৯, দ্বিতীয় জ্যোতি রায় ৭০৬ ও তৃতীয় হয়েছে আরিফুর রহমান ৭০৫। ৫ম শ্রেণী থেকে মোঃ ফারিক হোসেন লামিম ৭২৩ ও রিত্তিক সিংহ ৭২৩ দু’জন প্রথম, ৭১২ নম্বর পেয়ে মোঃ আব্দুল্লাহ আল নোমান দ্বিতীয় এবং ৭০৩ নম্বর রুদ্র সানা তৃতীয় স্থান অধিকার করেছে। তিনটি শ্রেণী থেকে শতকরা ৯২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে,মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম-এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু শাহীন ও আসাদুজামান মোড়ল-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন,মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন,আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মফিজুর রহমান, শিক্ষক ও অভিভাবক মাসুম বিল্লাহ,অভিভাবক রেজাউল ইসলাম প্রমুখ। বিদ্যালয় থেকে শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী হয়েছে ৮ম শ্রেণীর জোবায়ের রহমান সাইব।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।