ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে (৫৭) কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মো. আনিসুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে মুন্সী মাহবুবুল আলম সোহাগকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ জনতা আদালত প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দেয় এবং মিছিল করে।
মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম বলেন, তাকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছি। গোপন সংবাদের মাধ্যম আমরা জানতে পারলাম যে তিনি নগরীর তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে আমরা সেখানে রোববার দিবাগত রাত ১২টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলাও রয়েছে। গত ২৯ আগস্ট খুলনা সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত- ১ এ হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।