পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর-২৪) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে ওই ফলাফল ঘোষনা করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী।
পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী-এর সভাপতিত্বে এবং সোহেল পারভেজ-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবাশীষ চক্রবর্তী, সমাজ কল্যাণ সংস্থার পরিচালক (জাতীয় পুরস্কার প্রাপ্ত) বাবুর আলী গোলদার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রতিনিধি জয়নাল আবেদিন ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান প্রমুখ। ফলাফল ঘোষণা করেন, অবসর- প্রাপ্ত শিক্ষক সনত দে।
পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় এর বার্ষিক সমাপনী পরীক্ষার ফলাফল অনুযায়ী সকাল ব্যানার্জি প্রাপ্তি মেধাক্রমে প্রথম স্থান অধিকার করেছে। সে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে স্কুল ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেছে। সে সকলের আশীর্বাদ প্রার্থনা করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।