ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন ৩ দিনের সফরে আগামীকাল খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী উপদেষ্টা আজ ২রা জানুয়ারি দুপুর ১২ টায় খুলনা শিপইয়ার্ড পরিদর্শন এবং সন্ধ্যা ৬ টায় সাকির্ট হাউজের সম্মেলনকক্ষে খুলনা বিভাগের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
তিনি ৩রা জানুয়ারি সকাল ১০টায় খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তী ও ৫৬ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। উপদেষ্টা বিকাল সাড়ে তিনটায় বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর পরিদর্শন এবং বিকাল সাড়ে চারটায় খানজাহান আলী (র.) এর মাজার জিয়ারত করবেন।
উপদেষ্টা ৪ জানুয়ারি সকাল নয়টায় বাগেরহাট লুটন-ব্রিটিশ বাংলাদেশি হেলপিং হ্যান্ড হাইস্কুল পরিদর্শন করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।