ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গসংগঠন ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ লা জানুয়ারি ২০২৫ খুলনায় পালিত হয়। খুলনা মহানগরী বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শিববাড়ি গিয়ে শেষ হয়।মিছিলে অংশ নেয় খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলার ছাত্রদলের সমর্থক ও নেতৃবৃন্দ।এছাড়াও খুলনা মহানগরীর সকল ওয়র্ডের বাংলাদেশ ছাত্রদলের নেতাকর্মীরা। কেডিএ ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে
বক্তারা বলেন,গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পলায়ণে বাংলাদেশের মানুষ স্বৈরাচারমুক্ত হলেও এখন নেতাকর্মী ও দেশবাসীর সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে বলে মনে করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ও আমাদের বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বিগত ১৬ বছর যাবত এদেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মানুষের রাজনৈতিক অধিকার এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য দেশবাসীর সহযোগিতার সমর্থন নিয়ে লড়াই সংগ্রাম করেছে মানুষের সেই অধিকারগুলো আমাদের পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করতে হবে।
ফ্যাসিবাদকে হঠাতে ছাত্র জনতার আন্দোলনের যারা শহীদ হয়েছে,জীবন দিয়েছে,এটাই ছিল তাদের প্রথম লক্ষ্য।সুতরাং আমাদের সকল ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, এবং এই খুলনার মাটিতে স্বৈরাচারের দোসরদের কোন স্থান দেওয়া হবে না।সমাবেশ শেষে নগরীতে বর্নাঢ্য শোভাযাত্রা করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।