অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || দীর্ঘ ১’মাস ১৬’দিন কারাভোগ শেষে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ৬৪ ভারতীয় জেলে।গত বছরের ১৭ অক্টোবর জলসীমা লঙ্ঘনের দায়ে তাদেরকে আটক করেছিলে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে এসকল জেলেদের ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগোনার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ জেলেরা কাকদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আরও জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে গত ১৭’অক্টোবর ৪’টি ট্রলারসহ ৬৪’জন ভারতীয় জেলেকে আটক করেছিল নৌ-বাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ওই ভারতীয় জেলেদের আটকের পর পুলিশে দেয়া হয়। এরপর এ ঘটনায় থানা মামলা দায়েরের পর তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছিলো। টানা ১’মাস ১৬’দিন কারাভোগ শেষে বৃহস্পতিবার দুপুরে জেল থেকে ছাড়া পান ভারতীয় এ জেলেরা। পরে বাগেরহাট থেকে পুলিশ তাদেরকে মোংলায় নিয়ে আসেন। মোংলার ফেরি ঘাটে থাকা ভারতীয় জেলেদের ট্রলার’সহ অন্যান্য মালামাল বুঝিয়ে দেয়া হয় তাদেরকে। আর কার্যক্রমের সঙ্গে রয়েছেন কোস্ট গার্ড।
জেলেদের নিতে আসা স্বজন অভিজিৎ বিশ্বাস ও সুকুমার গাইন জানান, দিক ভুল করে ভারতীয় জেলেরা এদেশের জলসীমা চলে আসলে তাদেরকে আটক করে জেলে দেওয়া হয়েছিলো। পরবর্তীতে ভারত ও বাংলাদেশের সমঝোতায় মামলা প্রত্যাহার করে নেওয়ায় ১’মাস ১৬’দিন পর তারা ছাড়া পেয়েছেন। তাদেরকে এখন আমরা কাকদ্বীপে নিয়ে যাবো। আর এদেশের বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই সমঝোতার মাধ্যমে আমাদের জেলেদেরকে ছেড়ে দেয়ার জন্য।
এ বিষয়ে মোংলা থানার এস’আই হাদিউজ্জামান হাদী জানান, ভারতীয় জেলেদের আটকের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছিলো। বৃহস্পতিবার তারা জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদেরকে আমরা তাদের মালামাল বুঝিয়ে দিয়েছি। এ কার্যক্রমের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডও ছিল। এখন তারা নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।