মোঃ রাজু হাওলাদার,খুলনা || খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি মোড়স্থ জিয়া হল চত্বরে বৃহস্পতিবার ২’জানুয়ারী দুপুর ৩ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেকারীদের অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।
হাসপাতাল সুত্রে জানা যায়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র/ছাত্রীরা নগরীর শেখ পাড়াস্থ সমাজসেবা অফিস থেকে প্রোগ্রাম শেষ করে ফেরার পথে শিববাড়ি জিয়া হল চত্বরে পৌছালে অজ্ঞতনামা ২০—২৫ জন অপরিচিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে আহতদের উদ্ধারপূর্বক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এখনও পর্যন্ত ২ জন ছাত্রীর অবস্থা আশংক্ষাজনক।
আহত শিক্ষাতীরা হলেন— সরকারী হাজী মোহাম্মদ মহসিন কলেজ এর ছাত্র নাজমুল(২৪),পিতাঃ জাকির ঠিকানা— রাজবাঁধ,থানা— ডুমুরিয়া, খুলনা, সিটি কলেজের এইচ,এস,সি দ্বিতীয় বর্ষের ছাত্রী সাদিয়া(১৮),পিতাঃ—অজ্ঞাত,সাংঃ— টুটপাড়া, থানাঃ— খুলনা,সরকারী পাইওনিয়ার কলেজের এইচ,এস,সি দ্বিতীয় বর্ষের ছাত্রী দিয়া, বিএল কলেজের ছাত্র শাহারিয়ার(২৩),পিতাঃ— কামরুল ইসলাম, সাংঃ— পাবলা,থানাঃ—দৌলতপুর, খুলনা এবং ছাত্র শাহারিয়ার সহ আরো অনেকে। তবে কে বা কারা তাদের উপর হামলা চালিয়েছেন তাহা কিছুই জানা যাইনি।এ সংক্রান্তে সোনাডাঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।