অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি|| হঠাৎ করে যেন শীত জেঁকে বসে বাগেরহাট’সহ মোংলা সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলে। এবং শীতের প্রকোপ বেড়েছে, তারমধ্যে বইছে বাতাসও। তাই প্রচন্ড শীতে এখানকার জনজীবনে জুবুথুবু অবস্থার সৃষ্টি হয়েছে।
গত দুই তিনদিন ধরে শীতের প্রকোপ আগের তুলনায় বেড়েছে। এতে শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বস্তিতে বসবাসকারী নিতান্ত দরিদ্র শ্রেণী পেশার লোকজন। শীতে গরম কাপড় কেনার সামর্থ্য না থাকলেও তারা চেয়ে থাকেন ত্রাণের (কম্বল সহায়তা) দিকে। অথচ এখনও পর্যন্ত তারা পাননি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন কম্বল সহায়তাও। তা নিয়ে ক্ষুদ্ধ এসব শীতার্ত মানুষেরা।
শুক্রবার(০৩ জানুয়ারি) সকালে সরজমিন ঘুরে দেখা যায়, মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় হতদরিদ্র পরিবারের সদস্যরা’সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনে আগুন জ্বালীয়ে শীত নিবারণ করার চেষ্টা করছেন।
মোংলা উপজেলা মিঠাখালী ইউনিয়নের ২’নং ওয়ার্ডের একটি চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় কথা হয় এক চা দোকানী লিটন মন্ডলের সঙ্গে তিনি বলেন,গত দুই তিনদিন ধরে শীতের প্রকোপ আগের তুলনায় বেড়েছে। এ কন কনে শীত ও হিমেল হাওয়ায় কারণে আমারা আমাদের চায়ের দোকান খুলতে পারছি না, এবং আগের তুলনায় বেচা কেনাও কম হচ্ছে। আর এই কন কনে শীতে জবুথবু খাচ্ছে সাধারণ মানুষ আর ঘর থেকে বের হওয়াই দায়।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে জানা যায়,এমন কুয়াশা আরও দু-তিন দিন থাকবে। এই সময়ে ঠান্ডা এখনকার মতোই থাকবে। এরপর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রা ক্রমেই কমে শৈত্যপ্রবাহ আসতে পারে। জানুয়ারির ৬ থেকে ৭ তারিখের পর রাতের তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।