মোঃ রাজু হাওলাদার,খুলনা || সাম্য,ন্যায়বিচার,অহিংস,মানবতা,চিরউন্নত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে ‘দেশ জনতা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতি দল আত্মপ্রকাশ করেছে।
শনিবার ৪’ জানুয়ারী রাজধানীর কারওয়ান বাজারে ইডিবি ট্রেড সেন্টারের ১১ তলায় আয়োজিত এক অনুষ্ঠানে দলটির ১০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির। নতুন এ দলের চেয়ারম্যান মো. নূর হাকিম ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নান্টু। অনুষ্ঠানে নূর হাকিম তার দলের ঘোষণাপত্র পাঠ করেন।
অনুষ্ঠানে দলের পক্ষ থেকে বলা হয়, তারা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেই বাংলাদেশ হবে বেকারত্ব ও দারিদ্র্যমুক্ত, কার্বণ নিঃসরণ শূন্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ। দলটি বৈষম্য ও শোষণমুক্ত,অহিংস, অসাম্প্রদায়িক নিরাপদ ও বাসযোগ্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।