ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || নগরীর মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন ২রা জানুয়ারী ২০২৫ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ চলে। এবার ভোটার ২৫০ জন।৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ মিরাজ হোসাইন খুলনার খবর কে জানান,এবার দু’টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হবে।প্যানেল দু’টি হলো, এনাম-মোশাররফ পরিষদ ও জুয়েল-আলম পরিষদ। ৯টি পদের বিপরিতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচন কমিশনের অন্য দু’ সদস্য হলেন শেখ রেজাউল কবির ও মোঃ তৈয়াবুর রহমান। তিনি বলেন ভোটাররা তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যাত্রা করবেন, পাশাপাশি ব্যবসায়িক সংগঠনকে আরো শক্তিশালী করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।