মোঃ শরিফুল ইসলাম,খুলনা || খুলনা নগরীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নগরীর বিভিন্ন এলাকার বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।
আজ (৫ জানুয়ারী) রোববার নগরীর শীববাড়ি মোড়ে ভোর আনুমানিক ৫টায় বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকাজুড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
জানা যায়, আগুন লাগার পর সেখানে থাকা বিদ্যুৎ ও ইন্টারনেটের তার পুড়ে যায়। এ ঘটনার পর বন্ধ রয়েছে এ এলাকার বিদ্যুৎ সংযোগ। পাশাপাশি বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা ও ব্যাংকের বুথের টাকা উত্তোলন সেবাও।ধারণা করা হচ্ছে, এখানে বেশ কয়েকটি ইন্টারনেট কোম্পানির প্রায় তিন হাজার লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তবে ইন্টারনেট সেবা দানকারী প্রতিস্ঠান দৌলতপুর নেট ও স্পীড নেট জানায়,আগুনে পুড়ে যাবার কারনে নগরীর বেশ কিছু এলাকা শীববাড়ি,নিউমার্কেট,সোনাডাঙ্গা,ময়লাপোতা,পাওয়ার হাউজ মোড় এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।আগামী দুই/একদিনের মধ্য ইন্টারনেট সচল করা সম্ভব হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।