অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট প্রতিনিধি || নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে সোহাগ (৩০) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী।
শুক্রবার (০৩ জানুয়ারি)দিবাগত রাত সাড়ে ৩’টায় নাসিক ১নং ওয়ার্ডস্থ হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী হালিমাকে (২৬) আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী সোহাগ বরিশাল জেলার দুলাল বাড়ির ছেলে। তিনি তার স্ত্রীকে নিয়ে হীরাঝিল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম সোহাগ দুই বিয়ে করেছেন। সে তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন এমন ধারণার জেরে উভয়ের মধ্যে শুক্রবার রাতে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্ত্রী হালিমা তাদের ঘরে থাকা বটি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। ঘটনার পরে পরিবার ও পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, ঘটনার পরই আমরা টিম পাঠিয়ে ভিকটিমকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছি। প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে এমন খবরে স্বামী-স্ত্রী ঝগড়া লেগে হালিমা তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলে। স্ত্রীকে আটক করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।