অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || শৈতপ্রবাহের ফলে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়ও হাঁড় কাপানো শীত জেঁকে বসেছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে প্রাণ জবুথবু। কনকনে শীতে চরম বিপাকে পড়েছে গরিব-অসহায় শীতার্ত মানুষ।
এর মধ্যে সূর্যের তেমন একটা দেখা মিলছে না। পাশাপাশি বৃষ্টির মতো কুয়াশাও পড়ছে। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর, অসহায় ও ছিন্নমূল মানুষের।
এর মধ্যে ফকিরহাট উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা’সহ গুচ্ছগ্রামের ভাসমান লোকজন ও তার পরিবারগুলো সারাদিনের কাজের ক্লান্তির পর প্রচন্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের অনেকের নেই ভারি পোশাক বা শীতবস্ত্র। তাই তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
রবিবার (০৫জানুয়ারি) ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে – ঘুরে ছিন্নমূল ও অসহায় এতিম, ভবঘুরে, অসুস্থ মানুষদের খুঁজে – খুঁজে নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন এই নির্বাহী কর্মকর্তা। এসময়ে তিনি অসহায় মানুষদের সাথে কুশল বিনিময় করেন। এ নির্বাহী কর্মকর্তার হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষ’সহ এতিমখানার শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহকর্মীগন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান বলেন,দেশে শৈতপ্রবাহের ফলে গত কয়েক দিন ধরে শীত জেঁকে বসার কারণে অনেক মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষেরা’সহ এতিমখানার শিশুরা শীতে কষ্ট পাচ্ছেন। তাদের শীত নিবারণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।